কান খুবই স্পর্ষকাতর অঙ্গ। হঠাৎ যে কোনো আঘাতে কানের পর্দা ছিঁড়ে যেতে পারে। তাই এ ব্যাপারে সচেতন থাকতে হবে। পাশাপাশি এমন দুর্ঘটনায় করণীয় জানা থাকা জরুরী। কী কী কারণে কানের পর্দা ছিঁড়ে যায়: ১. কোনো কিছু দিয়ে কান খোঁচালে ২. কোনো কিছু ঢুকলে, তা অদক্ষ হাতে বের করার চেষ্টা করলে ৩. হঠাৎ বাতাসের চাপজনিত কারণে। যেমন-কানে থাপ্পড় দিলে, কোনো বিস্ফোরণ ঘটলে, বক্সিং-এ ৪. হঠাৎ পানির চাপ। যেমন-পানির নিচে সাঁতার কাটলে, ওয়াটারপোলো, ডাইভিং মাথায় আঘাত বা দুর্ঘটনাজনিত...

